Information Security Awareness | Importance of Data Security | সাইবার সিকিউরিটি । তথ্য সুরক্ষার সচেতনতা । Partha Tech Support
Information Security Awareness | Importance of Data Security | সাইবার সিকিউরিটি । তথ্য সুরক্ষার সচেতনতা । Partha Tech Support । পার্থ টেক সাপোর্ট । আপনার প্রযুক্তিগত সহায়ক। Public Interest: Cyber Security, Minimum Awareness of Information Protection | Online Surveillance | Online Data Collection | Search History Analysis | Digital Advertisement | Private Browsing | Incognito Window
জনস্বার্থে প্রচারিত: সাইবার সুরক্ষা, তথ্য সুরক্ষার নূন্যতম সচেতনতা:
✔ আপনার সমস্ত তথ্য খুবই গুরুত্তপুর্ন এবং মূল্যবান: কি করেন, কোথায় থাকেন, কোন মোবাইল ব্যাবহার করেন, কি সার্চ করেন, কি কিনছেন, কোথায় যাচ্ছেন তার লোকেশন, আপনার মোবাইলের ক্যামেরা, কন্টাক্টস, মাইক্রোফোন, ইন্টারনেট ডিটেলস, ফোন স্টোরেজে কি আছে, কোথায় ফোন করেন, কি চ্যাট করেন, কি মেল করেন, ইত্যাদি আরো বহু তথ্য যা হয়তো আপনার কাছে কোনো মাইনে রাখেনা, কিন্তু এই সমস্ত তথ্য ডিজিট্যাল দুনিয়াতে বিক্রি হয়, যে কিনছে সে না হয়তো আপনাকে চেনে, না আপনি চেনেন তাকে, কোনো দরকার নেই পরিচয়ের। নিজের তথ্য কে সুরক্ষিত রাখুন যতটা সম্ভব।
✔ যেকোনো ব্যাক্তির ফটো বা আপনার পরিবারের ফটো হলেও পাবলিকলি আপলোড করার আগে ভেবে দেখুন এবং অনুমতি নিয়েনিন। হয়তো আপনার অজান্তেই ওই ফটো কোনো ভুলের রাস্তা খুলে দিচ্ছে।
✔ লটারী, ঝুমলা, লোভ থেকে সাবধান, যেকোনো পদক্ষেপ নেওয়ার আগে ভেবে দেখুন এবং নিজেকে প্রশ্ন করুন। ওই তথ্যের সত্ততা যাচাই করুন সঠিকভাবে।
✔ স্মার্টফোন এবং ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটারের সমস্ত সেটিংস পরিবর্তন করে ব্যাবহার করুন।
✔ যেকোনো লিংকে ক্লিক করার আগে ভেবে দেখুন।
✔ সমস্ত একাউন্টের পাসওয়ার্ড আলাদা এবং কঠিন রাখুন।
✔ মোবাইল নম্বর পাসওয়ার্ড হিসাবে ব্যাবহার/রাখবেন না।
✔ পাসওয়ার্ড রাখুন যেমন: "P1@r+h>A9Q"
✔ আপনার ফোনটিতে স্মার্ট, আপনি স্মার্ট তো? নিজেকেই উত্তর দিন।
✔ আপনার স্মার্টফোনে যেকোনো এপপ ইনস্টল করার আগে ভেবে দেখুন, কতটা কাজের।
✔ কি কি পারমিশন দিচ্ছেন, কিসের জন্য ওই পারমিশন দিচ্ছেন, ভেবে দেখুন।
✔ অজাচিত ভাবে ভুলভাল বা বেকার যে সমস্ত এপপ আপনার কাজের নয়, অবশ্যই ডিলিট করুন।
✔ অফিসিয়াল এপপ স্টোর থেকেই (প্লে স্টোর) এপপ ডাউনলোড বা আপডেট করুন।
✔ কোথাও কোনো কোর্স করেছিলেন, অথবা কোন কারনে কোনো সংস্থা থেকে টাকা দেবে বললে আবেগের বশে যা কিছু চাইবে দেওয়ার আগে ভালোভাবে সঠিক তথ্য যাচাই করুন, তারপর পদক্ষেপ নিন। রহস্য নিজেই লোভে ঘটাবেন, ঠিক তার পর বলবেন আমিকি আর এত অভিজ্ঞ ছিলাম। ভেবে দেখুন।
✔ যে বিষয়ে নিজের অভিজ্ঞতা নেই, বা যদি কোনো তথ্য যাচাই করতে হয় তাহেল অবশ্যই ওই বিষয়ের এক্সপার্ট দের সঙ্গে যোগাযোগ করুন। আলোচনা করুন। যা কিছু তথ্য জানবেন, নিজে থেকে যাচাই করুন ভাবে। শিখতে, জানতে, নিজের জ্ঞানের জন্য খরচ করুন। ফ্রী তে সারা দুনিয়া দিলেও কম পড়ে যাবে। লোভ থেকে সাবধান ।
✔ টাওয়ার বসাবে, ব্যাংকের স্কিম, লটারী, অনলাইনে জিনিস কিনেছিলেন ফ্রী স্কিম, চাকরির জন্য মাথা মুন্ডু চাড়া ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সহ এপ্লিকেশনের জন্য কিছু টাকা পেমেন্ট, কোর্সের জন্য টাকা এসেছে, ইত্যাদি এই ধরনের ফ্রড ঘটনা এত ঘটছে, সচেতনতার তথ্য দিলে: সারা দুনিয়া চলছে উত্তর আসে, যখন নিজের সঙ্গে হোলো তখন অন্য কাউকে লোভের জন্য দায়ী করে দিচ্ছেন। হোয়াটসএপ এ ফরওয়ার্ড কোনো ম্যাসেজ, ফটো, ইত্যাদি আসা তথ্য আগে যাচাই করুন তার সত্ততা, তারপর বিশ্বাস করুন, সাবধান, সতর্ক, সচেতন থাকুন।
✔ অনলাইন ফ্রড বা চুরি অথবা হারিয়ে গেলে কোনো কিছু, অবশ্যই নিকটবর্তী পুলিশ থানাতে জানান। প্রতিবাদ করুন এই ধরনের কর্ম্মকান্ডের জন্য সঠিক তথ্য জেনে।
(ফিরে পাবেন কিনা এই মানসিকতাতে আর অভিযোগ করেননা অনেকেই, আবার অনেকে মাত্র কয়েক টাকার জিনিস বলে অভিযোগ করেননা। আর এই মানসিকতার জন্য আজও এই ধরনের কাজ বেড়ে চলেছে দিনের পর দিন। তাই নিজেরা নিজেদের দায়িত্ত অবশ্যই পালন করুন আগে। শুধুমাত্র সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে চিৎকার করলে হবে না। আপনার এই একটা পদক্ষেপ হয়তো অনেকের সাহায্য হতে পারে ভবিষ্যতে।)
✔ অপ্রয়োজনীয় ইমেইল গুলি মুছে ফেলুন। ইমেলে থাকা সমস্ত তথ্য যেমন: পাসওয়ার্ড যদি লেখা থাকে, যেকোনো টেক্সট মেল*, ইত্যাদি যা কিছু মেলে আসে* বা আপনি পাঠিয়েছেন* সমস্ত তথ্য কিন্তু আপনার সার্ভিস প্রোভাইডার (যেমন: গুগল এর জিমেল, ইয়াহু মেল, আউটলুক মেল, রেডিফ মেল, ইত্যাদি) দেখবেন এবং সেই তথ্য এনালাইসিস করে বিজ্ঞাপন দেখাবে আপনার ইমেলে এবং আপনার সার্চ রেজাল্ট এ ও অন্নান্য ভাবে, বিজ্ঞাপন যে সমস্ত সংস্থা বা ব্যাক্তি দিচ্ছেন সার্ভিস প্রোভাইডার এর কাছে তাদের সঙ্গে কোলাবোরেশন* করে আপনার তথ্য। যদি বিশদ জানতে চান তাহলে আপনার ইমেল সার্ভিস প্রোভাইডার এর ওয়েবসাইট থেকে দেখুন প্রাইভেসি এবং ডেটা কালেকশন শর্তাবলী, খুবই ছোটো ছোটো অক্ষরে লেখা থাকে অবশ্যই পড়ুন, জানুন, সচেতন হন, সুরক্ষিত থাকুন।
✔ আপনার ইমেলে যদি অন্য কোনো সংস্থা বা কোনো ব্যাক্তির গুরুত্তপূর্ন তথ্য থাকে তাহলে অবশ্যই মুছে ফেলুন যদি আপনার প্রয়োজন থাকে তাহলে ব্যাকআপ নিয়ে রাখুন যেখানে আপনার সুরক্ষিত মনে হয়। নাহলে আপনার জন্য ওই ব্যাক্তির তথ্য ওই ব্যাক্তিটির অজান্তে আপনার কাছ থেকেই পাবলিক বা কম্প্রোমাইস হয়ে যাচ্ছে ইন্টারনেটের মাধ্যমে।
✔ অন্যের গোপনীয়তাকে সম্মান করুন, ঠিক যেমন আপনি তাদের কাছ থেকে একই রকম আশা করেন।
✔ শুধু মাত্র ইমেল সার্ভিস প্রোভাইডার ট্রেস বা ডেটা এনালাইসিস করে কোলাবোরেশন করেন না কিন্তু, ইটারনেটে থাকা বেশিরভাগ ওয়েবসাইটেই এই পরিষেবা ব্যাবহার করছে, যেমন: ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব, ডেলিহান্ট ইত্যাদি।
✔ অনলাইন ক্রয়ের স্বচ্ছন্দতা এবং সুবিধার ফলে দ্রুত-বিস্তৃত বিশ্বব্যাপী ই-কমার্স বাজার তৈরি হয়েছে। যাইহোক, প্রতিটি সময় ক্রেতারা তাদের ক্রেডিট কার্ড তথ্য অফার করে, তারা তাদের আর্থিক নিরাপত্তা বিপদে ফেলেছে। কার্ডধারীদের তথ্য চুরি করার জন্য এবং তাদের তথ্যের সাথে অবৈধ চার্জ করার জন্য হ্যাকাররা লেনদেন অ্যাক্সেস করতে পারে। অনেক ব্যবসা এখন পেমেন্ট রেকর্ডগুলি সঞ্চয় করার ক্ষমতা সরবরাহ করে যাতে গ্রাহকরা কার্ড নম্বরগুলি এবং বিলিং ঠিকানাগুলি পুনরায় প্রবেশ করার প্রয়োজন ছাড়াই দ্রুত কেনাকাটা করতে পারেন। এই পরিষেবাদিগুলি অনেক বেশি সহজেই অনলাইন শপিং অভিজ্ঞতা সরবরাহ করে, তবে তারা দুর্বলতাও তৈরি করে: সাইবারক্রিমিয়ালগুলি কোম্পানির ডেটাবেসে অনুপ্রবেশ করতে এবং সেই তথ্য চুরি করতে পারে।
✔ যেকোনো সংস্থা, ওয়েবসাইট, এপপ বা ইন্টারনেটে যেকোনো জায়গায় অথবা অফলাইনে: নিজের তথ্য দেওয়ার আগে বা কোনো কাজের আগে অবশ্যই ভালো দিক এবং খারাপ দিক ভালো ভাবে জেনে বুঝে পদক্ষেপ নিন।
✔ ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার এবং স্মার্টফোনে যে কোনো ইন্টারনেট ব্রাউসার (যেমন: গুগল ক্রোম, ফায়ারফক্স, উসি ব্রাউসার, ওপেরা, ইত্যাদি) যখন ব্যাবহার করছেন সেই ব্রাউসার এর সেটিংস গুলো ভালো ভাবে দেখুন এবং পরিবর্তন করুন। কাজ হয়ে গেলে ব্রাউসিং হিস্ট্রি ডিলিট করুন।
✔ আপনি যদি যেকোনো ব্রাউসার এ আপনার ইমেল লগইন করে রাখেন, আর সেই লগইন থাকা অবস্থায় আপনি কোনো কিছু সার্চ বা কোনো ওয়েবসাইটে যাচ্ছেন আর আপনি লগইন করার সময় পাসওয়ার্ডটি সেভ করে দিয়েছেন, যেন পরে আর টাইপ করতে না হয়, এতে আপনার সিকিউরিটির রিস্ক হতে পারে।
যেমন: আপনি যে ওয়েবসাইট গুলিতে যাচ্ছেন আপনিকি জানেন ওই ওয়েবসাইট কতটা সুরক্ষিত, কি কি তথ্য সংগ্রহ করে, কি কি ট্র্যাকিং সিস্টেম রান করছে। আপনার ব্রাউসার এ লগইন হয়ে থাকা ইমেল এবং তার পাসওয়ার্ড, কি কি ওয়েবসাইটে আপনি গেছেন, কি কি সার্চ করেছেন, কতগুলো পাসওয়ার্ড সেভ আছে , ইত্যাদি আরো অনেক তথ্য ওই সমস্ত ওয়েবসাইটে চলে যাচ্ছে।
✔ জানিনা, বুঝিনা, সময়নেই, ব্যাস্ত, কোনো ইচ্ছে নেই, সারা দুনিয়া চলছে আমার কি হবে একার, বেকার, আমার তথ্য নিয়ে কে কি করবে, ইত্যাদি, ইত্যাদি - এই ধরনের অজুহাত দেওয়া বন্ধ করুন। সবারই তথ্য খুবই গুরুত্তপূর্ন, শুধু জানতে হবে কোন তথ্যের কতটা ভ্যালু। সারা দুনিয়া চলছে ইনফরমেশন (তথ্য) এর উপর।
✔ তথ্য প্রযুক্তি এবং সাইবার সুরক্ষার সচেতনাকে অবহেলা করবেননা, আপনার জ্ঞানত বা অজান্তে খুবই গুরুত্তপূর্ন ভূমিকা রয়েছে আপনার জীবনের সঙ্গে।
✔ আপনার গুরুত্তপূর্ন সময় অবশ্যই কাজে লাগবে পুরো লেখাটি পড়লে।
✔ যদি আপনি আগে থেকে জানতেন তাহলে মনে পড়বে অন্যদের সচেতনা করার কথা, আর যদি না জানতেন তাহলে জেনে সচেতন করুন যতটা সম্ভব।
🙏 পার্থ টেক সাপোর্ট দ্বারা জনস্বার্থে প্রচারিত - ডিজিট্যাল দুনিয়ার নূন্যতম সচেতনতা।
✔ যদি কোনো লেখার বানান বা উচ্চারণ অথবা কোনো ভুল থাকে তাহলে অবশ্যই জানাবেন সংশোধন করার জন্য। এই পোস্টটি শুধুমাত্র সচেতনতা মূলক তথ্য দেওয়ায় জন্য লেখা হয়েছে। কোনো ব্যাক্তি, সংস্থা, বা কোনো কিছুকে ছোটো দেখানোর বা অসম্মান করার উদ্দেশ্যে নয়।
✔ If there is any spelling or pronunciation or a mistake in writing, then you must know to correct it. This post is written for providing awareness information only. Not to show any person, organization, or anything small or disrespect.
Partha Tech Support | Information Technology and Services.
Focus: Research & Development, and Continuous Improvements.
I've invited you to fill out a feedback form: https://goo.gl/forms/5wt55yNLSLTqJcN03
Appointment Link: https://goo.gl/forms/UZCcqOlMFU5k0umX2
Website: https://www.parthatechsupport.in
Facebook: https://www.facebook.com/ParthaTechSupport
Twitter: https://www.twitter.com/ParthaTelecom
Instagram: https://www.instagram.com/Parthatechsupport
জনস্বার্থে প্রচারিত: সাইবার সুরক্ষা, তথ্য সুরক্ষার নূন্যতম সচেতনতা:
✔ আপনার সমস্ত তথ্য খুবই গুরুত্তপুর্ন এবং মূল্যবান: কি করেন, কোথায় থাকেন, কোন মোবাইল ব্যাবহার করেন, কি সার্চ করেন, কি কিনছেন, কোথায় যাচ্ছেন তার লোকেশন, আপনার মোবাইলের ক্যামেরা, কন্টাক্টস, মাইক্রোফোন, ইন্টারনেট ডিটেলস, ফোন স্টোরেজে কি আছে, কোথায় ফোন করেন, কি চ্যাট করেন, কি মেল করেন, ইত্যাদি আরো বহু তথ্য যা হয়তো আপনার কাছে কোনো মাইনে রাখেনা, কিন্তু এই সমস্ত তথ্য ডিজিট্যাল দুনিয়াতে বিক্রি হয়, যে কিনছে সে না হয়তো আপনাকে চেনে, না আপনি চেনেন তাকে, কোনো দরকার নেই পরিচয়ের। নিজের তথ্য কে সুরক্ষিত রাখুন যতটা সম্ভব।
✔ যেকোনো ব্যাক্তির ফটো বা আপনার পরিবারের ফটো হলেও পাবলিকলি আপলোড করার আগে ভেবে দেখুন এবং অনুমতি নিয়েনিন। হয়তো আপনার অজান্তেই ওই ফটো কোনো ভুলের রাস্তা খুলে দিচ্ছে।
✔ লটারী, ঝুমলা, লোভ থেকে সাবধান, যেকোনো পদক্ষেপ নেওয়ার আগে ভেবে দেখুন এবং নিজেকে প্রশ্ন করুন। ওই তথ্যের সত্ততা যাচাই করুন সঠিকভাবে।
✔ স্মার্টফোন এবং ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটারের সমস্ত সেটিংস পরিবর্তন করে ব্যাবহার করুন।
✔ যেকোনো লিংকে ক্লিক করার আগে ভেবে দেখুন।
✔ সমস্ত একাউন্টের পাসওয়ার্ড আলাদা এবং কঠিন রাখুন।
✔ মোবাইল নম্বর পাসওয়ার্ড হিসাবে ব্যাবহার/রাখবেন না।
✔ পাসওয়ার্ড রাখুন যেমন: "P1@r+h>A9Q"
✔ আপনার ফোনটিতে স্মার্ট, আপনি স্মার্ট তো? নিজেকেই উত্তর দিন।
✔ আপনার স্মার্টফোনে যেকোনো এপপ ইনস্টল করার আগে ভেবে দেখুন, কতটা কাজের।
✔ কি কি পারমিশন দিচ্ছেন, কিসের জন্য ওই পারমিশন দিচ্ছেন, ভেবে দেখুন।
✔ অজাচিত ভাবে ভুলভাল বা বেকার যে সমস্ত এপপ আপনার কাজের নয়, অবশ্যই ডিলিট করুন।
✔ অফিসিয়াল এপপ স্টোর থেকেই (প্লে স্টোর) এপপ ডাউনলোড বা আপডেট করুন।
✔ কোথাও কোনো কোর্স করেছিলেন, অথবা কোন কারনে কোনো সংস্থা থেকে টাকা দেবে বললে আবেগের বশে যা কিছু চাইবে দেওয়ার আগে ভালোভাবে সঠিক তথ্য যাচাই করুন, তারপর পদক্ষেপ নিন। রহস্য নিজেই লোভে ঘটাবেন, ঠিক তার পর বলবেন আমিকি আর এত অভিজ্ঞ ছিলাম। ভেবে দেখুন।
✔ যে বিষয়ে নিজের অভিজ্ঞতা নেই, বা যদি কোনো তথ্য যাচাই করতে হয় তাহেল অবশ্যই ওই বিষয়ের এক্সপার্ট দের সঙ্গে যোগাযোগ করুন। আলোচনা করুন। যা কিছু তথ্য জানবেন, নিজে থেকে যাচাই করুন ভাবে। শিখতে, জানতে, নিজের জ্ঞানের জন্য খরচ করুন। ফ্রী তে সারা দুনিয়া দিলেও কম পড়ে যাবে। লোভ থেকে সাবধান ।
✔ টাওয়ার বসাবে, ব্যাংকের স্কিম, লটারী, অনলাইনে জিনিস কিনেছিলেন ফ্রী স্কিম, চাকরির জন্য মাথা মুন্ডু চাড়া ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সহ এপ্লিকেশনের জন্য কিছু টাকা পেমেন্ট, কোর্সের জন্য টাকা এসেছে, ইত্যাদি এই ধরনের ফ্রড ঘটনা এত ঘটছে, সচেতনতার তথ্য দিলে: সারা দুনিয়া চলছে উত্তর আসে, যখন নিজের সঙ্গে হোলো তখন অন্য কাউকে লোভের জন্য দায়ী করে দিচ্ছেন। হোয়াটসএপ এ ফরওয়ার্ড কোনো ম্যাসেজ, ফটো, ইত্যাদি আসা তথ্য আগে যাচাই করুন তার সত্ততা, তারপর বিশ্বাস করুন, সাবধান, সতর্ক, সচেতন থাকুন।
✔ অনলাইন ফ্রড বা চুরি অথবা হারিয়ে গেলে কোনো কিছু, অবশ্যই নিকটবর্তী পুলিশ থানাতে জানান। প্রতিবাদ করুন এই ধরনের কর্ম্মকান্ডের জন্য সঠিক তথ্য জেনে।
(ফিরে পাবেন কিনা এই মানসিকতাতে আর অভিযোগ করেননা অনেকেই, আবার অনেকে মাত্র কয়েক টাকার জিনিস বলে অভিযোগ করেননা। আর এই মানসিকতার জন্য আজও এই ধরনের কাজ বেড়ে চলেছে দিনের পর দিন। তাই নিজেরা নিজেদের দায়িত্ত অবশ্যই পালন করুন আগে। শুধুমাত্র সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে চিৎকার করলে হবে না। আপনার এই একটা পদক্ষেপ হয়তো অনেকের সাহায্য হতে পারে ভবিষ্যতে।)
✔ অপ্রয়োজনীয় ইমেইল গুলি মুছে ফেলুন। ইমেলে থাকা সমস্ত তথ্য যেমন: পাসওয়ার্ড যদি লেখা থাকে, যেকোনো টেক্সট মেল*, ইত্যাদি যা কিছু মেলে আসে* বা আপনি পাঠিয়েছেন* সমস্ত তথ্য কিন্তু আপনার সার্ভিস প্রোভাইডার (যেমন: গুগল এর জিমেল, ইয়াহু মেল, আউটলুক মেল, রেডিফ মেল, ইত্যাদি) দেখবেন এবং সেই তথ্য এনালাইসিস করে বিজ্ঞাপন দেখাবে আপনার ইমেলে এবং আপনার সার্চ রেজাল্ট এ ও অন্নান্য ভাবে, বিজ্ঞাপন যে সমস্ত সংস্থা বা ব্যাক্তি দিচ্ছেন সার্ভিস প্রোভাইডার এর কাছে তাদের সঙ্গে কোলাবোরেশন* করে আপনার তথ্য। যদি বিশদ জানতে চান তাহলে আপনার ইমেল সার্ভিস প্রোভাইডার এর ওয়েবসাইট থেকে দেখুন প্রাইভেসি এবং ডেটা কালেকশন শর্তাবলী, খুবই ছোটো ছোটো অক্ষরে লেখা থাকে অবশ্যই পড়ুন, জানুন, সচেতন হন, সুরক্ষিত থাকুন।
✔ আপনার ইমেলে যদি অন্য কোনো সংস্থা বা কোনো ব্যাক্তির গুরুত্তপূর্ন তথ্য থাকে তাহলে অবশ্যই মুছে ফেলুন যদি আপনার প্রয়োজন থাকে তাহলে ব্যাকআপ নিয়ে রাখুন যেখানে আপনার সুরক্ষিত মনে হয়। নাহলে আপনার জন্য ওই ব্যাক্তির তথ্য ওই ব্যাক্তিটির অজান্তে আপনার কাছ থেকেই পাবলিক বা কম্প্রোমাইস হয়ে যাচ্ছে ইন্টারনেটের মাধ্যমে।
✔ অন্যের গোপনীয়তাকে সম্মান করুন, ঠিক যেমন আপনি তাদের কাছ থেকে একই রকম আশা করেন।
✔ শুধু মাত্র ইমেল সার্ভিস প্রোভাইডার ট্রেস বা ডেটা এনালাইসিস করে কোলাবোরেশন করেন না কিন্তু, ইটারনেটে থাকা বেশিরভাগ ওয়েবসাইটেই এই পরিষেবা ব্যাবহার করছে, যেমন: ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব, ডেলিহান্ট ইত্যাদি।
✔ অনলাইন ক্রয়ের স্বচ্ছন্দতা এবং সুবিধার ফলে দ্রুত-বিস্তৃত বিশ্বব্যাপী ই-কমার্স বাজার তৈরি হয়েছে। যাইহোক, প্রতিটি সময় ক্রেতারা তাদের ক্রেডিট কার্ড তথ্য অফার করে, তারা তাদের আর্থিক নিরাপত্তা বিপদে ফেলেছে। কার্ডধারীদের তথ্য চুরি করার জন্য এবং তাদের তথ্যের সাথে অবৈধ চার্জ করার জন্য হ্যাকাররা লেনদেন অ্যাক্সেস করতে পারে। অনেক ব্যবসা এখন পেমেন্ট রেকর্ডগুলি সঞ্চয় করার ক্ষমতা সরবরাহ করে যাতে গ্রাহকরা কার্ড নম্বরগুলি এবং বিলিং ঠিকানাগুলি পুনরায় প্রবেশ করার প্রয়োজন ছাড়াই দ্রুত কেনাকাটা করতে পারেন। এই পরিষেবাদিগুলি অনেক বেশি সহজেই অনলাইন শপিং অভিজ্ঞতা সরবরাহ করে, তবে তারা দুর্বলতাও তৈরি করে: সাইবারক্রিমিয়ালগুলি কোম্পানির ডেটাবেসে অনুপ্রবেশ করতে এবং সেই তথ্য চুরি করতে পারে।
✔ যেকোনো সংস্থা, ওয়েবসাইট, এপপ বা ইন্টারনেটে যেকোনো জায়গায় অথবা অফলাইনে: নিজের তথ্য দেওয়ার আগে বা কোনো কাজের আগে অবশ্যই ভালো দিক এবং খারাপ দিক ভালো ভাবে জেনে বুঝে পদক্ষেপ নিন।
✔ ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার এবং স্মার্টফোনে যে কোনো ইন্টারনেট ব্রাউসার (যেমন: গুগল ক্রোম, ফায়ারফক্স, উসি ব্রাউসার, ওপেরা, ইত্যাদি) যখন ব্যাবহার করছেন সেই ব্রাউসার এর সেটিংস গুলো ভালো ভাবে দেখুন এবং পরিবর্তন করুন। কাজ হয়ে গেলে ব্রাউসিং হিস্ট্রি ডিলিট করুন।
✔ আপনি যদি যেকোনো ব্রাউসার এ আপনার ইমেল লগইন করে রাখেন, আর সেই লগইন থাকা অবস্থায় আপনি কোনো কিছু সার্চ বা কোনো ওয়েবসাইটে যাচ্ছেন আর আপনি লগইন করার সময় পাসওয়ার্ডটি সেভ করে দিয়েছেন, যেন পরে আর টাইপ করতে না হয়, এতে আপনার সিকিউরিটির রিস্ক হতে পারে।
যেমন: আপনি যে ওয়েবসাইট গুলিতে যাচ্ছেন আপনিকি জানেন ওই ওয়েবসাইট কতটা সুরক্ষিত, কি কি তথ্য সংগ্রহ করে, কি কি ট্র্যাকিং সিস্টেম রান করছে। আপনার ব্রাউসার এ লগইন হয়ে থাকা ইমেল এবং তার পাসওয়ার্ড, কি কি ওয়েবসাইটে আপনি গেছেন, কি কি সার্চ করেছেন, কতগুলো পাসওয়ার্ড সেভ আছে , ইত্যাদি আরো অনেক তথ্য ওই সমস্ত ওয়েবসাইটে চলে যাচ্ছে।
✔ জানিনা, বুঝিনা, সময়নেই, ব্যাস্ত, কোনো ইচ্ছে নেই, সারা দুনিয়া চলছে আমার কি হবে একার, বেকার, আমার তথ্য নিয়ে কে কি করবে, ইত্যাদি, ইত্যাদি - এই ধরনের অজুহাত দেওয়া বন্ধ করুন। সবারই তথ্য খুবই গুরুত্তপূর্ন, শুধু জানতে হবে কোন তথ্যের কতটা ভ্যালু। সারা দুনিয়া চলছে ইনফরমেশন (তথ্য) এর উপর।
✔ তথ্য প্রযুক্তি এবং সাইবার সুরক্ষার সচেতনাকে অবহেলা করবেননা, আপনার জ্ঞানত বা অজান্তে খুবই গুরুত্তপূর্ন ভূমিকা রয়েছে আপনার জীবনের সঙ্গে।
✔ আপনার গুরুত্তপূর্ন সময় অবশ্যই কাজে লাগবে পুরো লেখাটি পড়লে।
✔ যদি আপনি আগে থেকে জানতেন তাহলে মনে পড়বে অন্যদের সচেতনা করার কথা, আর যদি না জানতেন তাহলে জেনে সচেতন করুন যতটা সম্ভব।
🙏 পার্থ টেক সাপোর্ট দ্বারা জনস্বার্থে প্রচারিত - ডিজিট্যাল দুনিয়ার নূন্যতম সচেতনতা।
✔ যদি কোনো লেখার বানান বা উচ্চারণ অথবা কোনো ভুল থাকে তাহলে অবশ্যই জানাবেন সংশোধন করার জন্য। এই পোস্টটি শুধুমাত্র সচেতনতা মূলক তথ্য দেওয়ায় জন্য লেখা হয়েছে। কোনো ব্যাক্তি, সংস্থা, বা কোনো কিছুকে ছোটো দেখানোর বা অসম্মান করার উদ্দেশ্যে নয়।
✔ If there is any spelling or pronunciation or a mistake in writing, then you must know to correct it. This post is written for providing awareness information only. Not to show any person, organization, or anything small or disrespect.
Partha Tech Support | Information Technology and Services.
Focus: Research & Development, and Continuous Improvements.
------------------------------------------------------------------------------------------------
Laptop, Desktop Computer & Mobile Phone Repair & Solutions,
Information Technology & Services: Support & Solutions. Tech Adviser.
কম্পিউটার এবং মোবাইল সরানো এবং বিভিন্ন ধরনের টেকনলজির কাজের সমাধান ও সহযোগিতার জন্য পার্থ টেক সাপোর্টে যোগাযোগ করুন। আপনার প্রযুক্তিগত সহায়ক।
I've invited you to fill out a feedback form: https://goo.gl/forms/5wt55yNLSLTqJcN03
Appointment Link: https://goo.gl/forms/UZCcqOlMFU5k0umX2
Website: https://www.parthatechsupport.in
Facebook: https://www.facebook.com/ParthaTechSupport
Twitter: https://www.twitter.com/ParthaTelecom
Instagram: https://www.instagram.com/Parthatechsupport
------------------------------------------------------------------------------------------------
✔ Crowdfunding | Donation | Contribution:
✔ Your Support is incredible and its help me out as an opportunity.
✔ If you can pay any amount as you wish.
✔ If you can pay any amount as you wish.
(Note: Any payments amount is not refundable at any reasons)
Comments
Post a Comment