AWARENESS | Cyber Security | The Right Way And The Wrong Way To Do Things | আপনার জাগরতা, আপনার সাইবার নিরাপত্তা | PARTHA TECH SUPPORT
AWARENESS|Cyber Security|The Right Way And The Wrong Way To Do Things|PARTHA TECH SUPPORT
✔ সবার মধ্যেই ন্যূনতম সচেতনতা থাকা বাধ্যতামূলক - ইন্টারনেট ব্যবহার এবং তথ্য সুরক্ষা।
✔ সঠিকভাবে সঠিক তথ্যের মাধ্যমে সচেতনা বাড়ানোর পাশাপাশি আপনিও সচেতন হন।
✔ উল্টো পাল্টা তথ্য, উল্টো পাল্টা ভিডিও পাঠানোর থেকে যদি পারেন নিজেদের মধ্যে সবাইকে সচেতন করুন, এগিয়ে চলুন সবাইকে সাহায্য করুন যতোটা সম্ভব।
আপনার জাগরতা, আপনার সাইবার নিরাপত্তা ।
✔ স্মার্টফোনের সমস্ত সেটিংস পরিবর্তন করে ব্যাবহার করুন।
✔ যেকোনো লিংকে ক্লিক করার আগে ভেবে দেখুন।
✔ সমস্ত একাউন্টের পাসওয়ার্ড আলাদা এবং কঠিন রাখুন।
✔ মোবাইল নম্বর পাসওয়ার্ড হিসাবে ব্যাবহার/রাখবেন না।
✔ ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার সুরক্ষিত আছে তো?
এন্টিভাইরাস সফটওয়্যার ইনস্টল থাকলেই সম্পূর্ণ সুরক্ষিত এই ধারনায় থাকবেন না। অডিট করুন সিকিউরিটি আপনার কম্পিউটারের।
✔ জিমেইল, ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রাম, ইয়াহু, আউটলুক,ইত্যাদি সমস্ত একাউন্ট এর পাসওয়ার্ড আলাদা এবং কঠিন রাখুন।
✔ যেকোনো একাউন্ট এর পাসওয়ার্ড এর জন্য: মোবাইল নম্বর বা নিজের নাম রাখবেন না। কঠিন পাসওয়ার্ড রাখুন। যেমন: Axy17%+Q?>
✔ ল্যাপটপ এবং যে কোনো কম্পিউটার আপনার নিকটবর্তী বা যে কোনো সার্ভিস সেন্টারে অপারেটিং সিস্টেম (উইন্ডোস) ইন্সটল করার পূর্বে জেনে নিন - চুরির বা ক্ষতিকারক সফটওয়্যার দিচ্ছে নাকি !!
যদি অরিজিনাল অপারেটিং সিস্টেম সফটওয়্যার না কিনতে পারেন (উইন্ডোস), তাহলে ৯০ দিনের ফ্রি ভার্সন অরিজিনাল ট্রায়াল উইন্ডোস ইনস্টল করে ব্যাবহার করুন অথবা লিনাক্স এর বিভিন্ন অপারেটিং সিস্টেম ব্যাবহার করুন সম্পূর্ণ ফ্রি লাইফ টাইম (যেমন: উবুন্টু, বস, ইত্যাদি)।
লোভনীয় সফটওয়্যার ও ওয়েবসাইট ব্যাবহার করার পূর্বে সমস্ত তথ্য জেনে নিন।
যদি ভুলে যান পাসওয়ার্ড তাহলে বারবার ইমেইলের (জিমেইল) ঠিকানা বদলাবেননা। মোবাইল নম্বর এবং কঠিন পাসওয়ার্ড ব্যাবহার করুন। ভুলে গেলে ও ফিরে পাবেন।
মোবাইল নম্বরের মাধ্যমে ফিরে পাওয়া যায়।
হোয়াটস্যাপে লোভনীয় আকর্ষণীয় বিভিন্ন ভুয়া লিংক দেখে না ভেবে ক্লিক করবেন না। একটা ক্লিক হয়তো আপনাকে ঝুঁকি নিতে বাধ্য করতে পারে।
জুমলা বা কোনো তথ্য হোয়াটস্যাপে যদি পেয়েথাকেন, সেই তথ্যের সত্ততা যাচাই করুন।
এন্ড্রোইড স্মার্টফোনের ইনস্টল সফটওয়্যারের লিস্ট নিয়মিত দেখে রাখুন, অস্বাভাবিক কিছু থাকলে আনইনস্টল করুন। মেইন একটিভিটি (MainActivity) কোনো সফটওয়্যার থাকলে আগে আনইনস্টল করুন মোবাইল থেকে।
(বিঃদ্রঃ :- লেখার বানান বা উচ্চারণ ভুল থাকলে ক্ষমা করবেন, কোনো ধরনের মানুষ বা কোনো ব্যাক্তিকে ইনসাল্ট করার জন্য এই পোস্টটি করা হয়নি। দয়াকরে কোনো ভুল থাকলে জানাবে, সংশোধন করার জন্য। শুধুমাত্র সচেতনতার জন্য এই পোস্টি করা হয়েছে।)
যে কোনো সরকারি বাসে যখন যাবেন বা আসবেন, যত টাকা ভাড়া দিচ্ছেন তার টিকিট/রশিদ অবশ্যই নিবেন। মাত্র কয়েক টাকা বাঁচানোর জন্য পুরো টাকাটা বাসের কন্ডাক্টর কে চুরি করতে বাধ্য করাচ্ছেন নিজেরাই। ঘুরে ফিরে আমার আপনার সকলের থেকেই টাকা যাচ্ছে ওই চুরি হওয়া টাকার জন্য। সবাই জানেন তবুও করছেন যদি কিছু টাকা বেঁচে যায়। ওই কিছু করতে গিয়ে যা ভাড়া তার থেকেও বেশি যাচ্ছে ঘুরে ফিরে।
সচেতন হন, ও সচেতন করান।
----------------------------------------------------------
পার্থ টেক সাপোর্ট দ্বারা জনস্বার্থে প্রচারিত - ডিজিট্যাল দুনিয়ার নূন্যতম সচেতনতা:
✔ জানিনা, বুঝিনা, সময়নেই, ব্যাস্ত, কোনো ইচ্ছে নেই, সারা দুনিয়া চলছে আমার কি হবে একার, বেকার, আমার তথ্য নিয়ে কে কি করবে, ইত্যাদি, ইত্যাদি - এই ধরনের অজুহাত দেওয়া বন্ধ করুন। সবারই তথ্য খুবই গুরুত্তপূর্ন, শুধু জানতে হবে কোন তথ্যের কতটা ভ্যালু। সারা দুনিয়া চলছে ইনফরমেশন (তথ্য) এর উপর।
✔ তথ্য প্রযুক্তি এবং সাইবার সুরক্ষার সচেতনাকে অবহেলা করবেননা, আপনার জ্ঞানত বা অজান্তে খুবই গুরুত্তপূর্ন ভূমিকা রয়েছে আপনার জীবনের সঙ্গে।
✔ বিস্তারিত জানতে নিচের দেওয়া লিংকটিতে ক্লিক করে পড়ুন:
👇👇👇👇👇👇👇👇
https://www.parthatechsupport.in/p/digital.html
I've invited you to fill out a feedback form: https://goo.gl/forms/5wt55yNLSLTqJcN03
Appointment Link: https://goo.gl/forms/UZCcqOlMFU5k0umX2
Website: https://www.parthatechsupport.in
Facebook: https://www.facebook.com/ParthaTechSupport
Twitter: https://www.twitter.com/ParthaTelecom
Instagram: https://www.instagram.com/Parthatechsupport
✔ সবার মধ্যেই ন্যূনতম সচেতনতা থাকা বাধ্যতামূলক - ইন্টারনেট ব্যবহার এবং তথ্য সুরক্ষা।
✔ সঠিকভাবে সঠিক তথ্যের মাধ্যমে সচেতনা বাড়ানোর পাশাপাশি আপনিও সচেতন হন।
✔ উল্টো পাল্টা তথ্য, উল্টো পাল্টা ভিডিও পাঠানোর থেকে যদি পারেন নিজেদের মধ্যে সবাইকে সচেতন করুন, এগিয়ে চলুন সবাইকে সাহায্য করুন যতোটা সম্ভব।
আপনার জাগরতা, আপনার সাইবার নিরাপত্তা ।
✔ স্মার্টফোনের সমস্ত সেটিংস পরিবর্তন করে ব্যাবহার করুন।
✔ যেকোনো লিংকে ক্লিক করার আগে ভেবে দেখুন।
✔ সমস্ত একাউন্টের পাসওয়ার্ড আলাদা এবং কঠিন রাখুন।
✔ মোবাইল নম্বর পাসওয়ার্ড হিসাবে ব্যাবহার/রাখবেন না।
✔ ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার সুরক্ষিত আছে তো?
এন্টিভাইরাস সফটওয়্যার ইনস্টল থাকলেই সম্পূর্ণ সুরক্ষিত এই ধারনায় থাকবেন না। অডিট করুন সিকিউরিটি আপনার কম্পিউটারের।
✔ জিমেইল, ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রাম, ইয়াহু, আউটলুক,ইত্যাদি সমস্ত একাউন্ট এর পাসওয়ার্ড আলাদা এবং কঠিন রাখুন।
✔ যেকোনো একাউন্ট এর পাসওয়ার্ড এর জন্য: মোবাইল নম্বর বা নিজের নাম রাখবেন না। কঠিন পাসওয়ার্ড রাখুন। যেমন: Axy17%+Q?>
✔ ল্যাপটপ এবং যে কোনো কম্পিউটার আপনার নিকটবর্তী বা যে কোনো সার্ভিস সেন্টারে অপারেটিং সিস্টেম (উইন্ডোস) ইন্সটল করার পূর্বে জেনে নিন - চুরির বা ক্ষতিকারক সফটওয়্যার দিচ্ছে নাকি !!
যদি অরিজিনাল অপারেটিং সিস্টেম সফটওয়্যার না কিনতে পারেন (উইন্ডোস), তাহলে ৯০ দিনের ফ্রি ভার্সন অরিজিনাল ট্রায়াল উইন্ডোস ইনস্টল করে ব্যাবহার করুন অথবা লিনাক্স এর বিভিন্ন অপারেটিং সিস্টেম ব্যাবহার করুন সম্পূর্ণ ফ্রি লাইফ টাইম (যেমন: উবুন্টু, বস, ইত্যাদি)।
লোভনীয় সফটওয়্যার ও ওয়েবসাইট ব্যাবহার করার পূর্বে সমস্ত তথ্য জেনে নিন।
যদি ভুলে যান পাসওয়ার্ড তাহলে বারবার ইমেইলের (জিমেইল) ঠিকানা বদলাবেননা। মোবাইল নম্বর এবং কঠিন পাসওয়ার্ড ব্যাবহার করুন। ভুলে গেলে ও ফিরে পাবেন।
মোবাইল নম্বরের মাধ্যমে ফিরে পাওয়া যায়।
হোয়াটস্যাপে লোভনীয় আকর্ষণীয় বিভিন্ন ভুয়া লিংক দেখে না ভেবে ক্লিক করবেন না। একটা ক্লিক হয়তো আপনাকে ঝুঁকি নিতে বাধ্য করতে পারে।
জুমলা বা কোনো তথ্য হোয়াটস্যাপে যদি পেয়েথাকেন, সেই তথ্যের সত্ততা যাচাই করুন।
এন্ড্রোইড স্মার্টফোনের ইনস্টল সফটওয়্যারের লিস্ট নিয়মিত দেখে রাখুন, অস্বাভাবিক কিছু থাকলে আনইনস্টল করুন। মেইন একটিভিটি (MainActivity) কোনো সফটওয়্যার থাকলে আগে আনইনস্টল করুন মোবাইল থেকে।
(বিঃদ্রঃ :- লেখার বানান বা উচ্চারণ ভুল থাকলে ক্ষমা করবেন, কোনো ধরনের মানুষ বা কোনো ব্যাক্তিকে ইনসাল্ট করার জন্য এই পোস্টটি করা হয়নি। দয়াকরে কোনো ভুল থাকলে জানাবে, সংশোধন করার জন্য। শুধুমাত্র সচেতনতার জন্য এই পোস্টি করা হয়েছে।)
Watch: How your smartphone can be hacked within 20 seconds
Tech Guru Smart Phone Security Special (UNCUT Version)
Cyber Security Awareness | Short film
What is Cyber Security? | Introduction to Cyber Security | Cyber Security Training
Information Security Awareness
Cyber Security Awareness - Phishing Video
Data Privacy - Information Security Awareness
Social Engineering
Mobile Information Security - Mobile Security
Daily Happens in West Bengal
সচেতন হন, ও সচেতন করান।
----------------------------------------------------------
পার্থ টেক সাপোর্ট দ্বারা জনস্বার্থে প্রচারিত - ডিজিট্যাল দুনিয়ার নূন্যতম সচেতনতা:
✔ জানিনা, বুঝিনা, সময়নেই, ব্যাস্ত, কোনো ইচ্ছে নেই, সারা দুনিয়া চলছে আমার কি হবে একার, বেকার, আমার তথ্য নিয়ে কে কি করবে, ইত্যাদি, ইত্যাদি - এই ধরনের অজুহাত দেওয়া বন্ধ করুন। সবারই তথ্য খুবই গুরুত্তপূর্ন, শুধু জানতে হবে কোন তথ্যের কতটা ভ্যালু। সারা দুনিয়া চলছে ইনফরমেশন (তথ্য) এর উপর।
✔ তথ্য প্রযুক্তি এবং সাইবার সুরক্ষার সচেতনাকে অবহেলা করবেননা, আপনার জ্ঞানত বা অজান্তে খুবই গুরুত্তপূর্ন ভূমিকা রয়েছে আপনার জীবনের সঙ্গে।
✔ বিস্তারিত জানতে নিচের দেওয়া লিংকটিতে ক্লিক করে পড়ুন:
👇👇👇👇👇👇👇👇
https://www.parthatechsupport.in/p/digital.html
---------------------------------------------------------------------------
Laptop, Desktop Computer & Mobile Phone Repair & Solutions,
Information Technology & Services: Support & Solutions. Tech Adviser.
কম্পিউটার এবং মোবাইল সরানো এবং বিভিন্ন ধরনের টেকনলজির কাজের সমাধান ও সহযোগিতার জন্য পার্থ টেক সাপোর্টে যোগাযোগ করুন। আপনার প্রযুক্তিগত সহায়ক।
I've invited you to fill out a feedback form: https://goo.gl/forms/5wt55yNLSLTqJcN03
Appointment Link: https://goo.gl/forms/UZCcqOlMFU5k0umX2
Website: https://www.parthatechsupport.in
Facebook: https://www.facebook.com/ParthaTechSupport
Twitter: https://www.twitter.com/ParthaTelecom
Instagram: https://www.instagram.com/Parthatechsupport
-----------------------------------------------------------------------------
✔ Crowdfunding | Donation | Contribution:
✔ Your Support is incredible and its help me out as an opportunity.
✔ If you can pay any amount as you wish.
✔ If you can pay any amount as you wish.
(Note: Any payments amount is not refundable at any reasons)
Thank you for visit our website.
Comments
Post a Comment